প্রতারণা মামলায় গৌতম গম্ভীরের বিরুদ্ধে নতুন করে তদন্তের নির্দেশ দিল দিল্লির আদালত। সময়টা বেশ খারাপই যাচ্ছে গম্ভীরের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরই এবার প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত।
২০১১ সালে গাজিয়াবাদের ইন্দ্রপূরমে ফ্ল্যাট বিক্রির কথা বলে কয়েক কোটি টাকা তোলে একটি রিয়েল এস্টেট কোম্পানি। সেই ফ্ল্যাটের চাবি না কী এখনও হাতে পাননি ক্রেতারা। পরে জানা গিয়েছিল, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় ছাড়পত্রই না কী ওই আবাসন সংস্থার ছিল না। অভিযোগ, সেই আবাসন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসডর এবং ডিরেক্টর ছিলেন গম্ভীর। এই মামলায় তদন্তকারীদের দাবি, ক্রেতারা ব্র্যান্ড অ্যাম্বাসডর গম্ভীরের প্রচারে প্রলুব্ধ হয়েই ফ্ল্যাটগুলি কিনেছিলেন। ফলে এই ঘটনার দায় কোনওভাবেই এড়াতে পারেন না গম্ভীর। এমনই দাবি করেছিলেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযোগ ওঠে ওই সংস্থায় গৌতমের ৬ কোটি টাকাও বিনিয়োগ করা ছিল এবংওই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন তিনি । পরে অবশ্য রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। এই মামলায় বিচারক পুরো বিষয়টিতে গম্ভীরের আয় এবং সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্টও। পাশাপাশি গৌতম গম্ভীর কী ভাবে ওই আবাসন সংস্থায় বিজ্ঞাপনের মুখ হলেন তারও গ্রহণযোগ্য যুক্তি দিতে বলেছেন বিচারক।