ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-থ্রি তে কাস্টমস এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) বিদেশ থেকে আসা যাত্রী এবং তাদের সামগ্রীর ওপর নজর রেখেছিল। সেই সময় এআইইউ-এর নজর পড়ে টার্মিনালে দীর্ঘ সময় ধরে চার জন যাত্রী ঘোরাফেরা করছে । তারা এয়ারপোর্টের এক কোণে থেকে অন্য কোণে নিজেদের ব্যাগ নিয়ে ঘরাঘুরি করছে। এআইইউ তাদের থামায়, এবং তল্লাশী শুরু করে।
জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই চার জন যাত্রী ফুকেট থেকে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-379-এর মাধ্যমে বিমানবন্দরে পৌঁছান। তাদের ব্যাগেজের এক্স-রে পরীক্ষা করার পর যাত্রীদের উপস্থিতিতে সমস্ত ব্যাগ খুলতেই উপস্থিত কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়।
আসলে, ব্যাগগুলোর মধ্যে ২৯টি স্বচ্ছ পলিথিন প্যাকেটের ভেতরে হাইড্রোপনিক গাঁজা ছিল। উদ্ধার করা চারটি ব্যাগ থেকে মোট ৯.৯১৯ কিলোগ্রাম হাইড্রোপনিক গাঁজা পাওয়া গেছে।
কাস্টমসের সিনিয়র কর্মকর্তাদের মতে, চারজন অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারাগুলির অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হাইড্রোপনিক গাঁজার মূল্য প্রায় ৯.৯১ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।