কালীপুজোর রাতে আলিপুরদুয়ারে শুটআউট

কালীপুজোর রাতে আলিপুরদুয়ারে শুটআউট ঘটনাটি ঘটেছে । আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে ডিমা ব্রিজ এলাকায় ঘটেছে ঘটনাটি।

জানা গিয়েছে, ৪ জন যুবক-যুবতী ঠাকুর দেখে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময়  ডিমা ব্রিজের কাছে তাঁদের পথ আটকায় দুষ্কৃতীরা। ৪ জনেরই মোবাইল এবং ১টি বাইক নিয়ে ছিন্তাই করে তারা। এক যুবক প্রতিবাদ করলে তাঁর পা লক্ষ্য করে গুলিও চালায়। গুলিটি অনীশ দেব নামক এক যুবকের পায়ে লাগে। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন । তাঁরাই অনীশকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 

এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কালচিনি থানার পুলিশ। আহত যুবকের পা থেকে গুলিটি বার করার জন্য তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।  উদ্বিগ্ন আলিপুরদুয়ারের বাসিন্দারা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা অবিলম্বে খুঁজে বার করুক পুলিশ, দাবি করেছেন তাঁরা।

এই ঘটনায় আতঙ্কিত বাকি ৩ যুবক যুবতী। তাদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, তা ভাবতেও পারেননি । 

Leave a Comment